Terms and Conditions

হাসি অনলাইন আইটি তে স্বাগতম !
এই শর্তাবলী https://www.hasionlineit.com/-এ অবস্থিত "হাসি অনলাইন আইটি" ওয়েবসাইট ব্যবহারের জন্য নিয়ম ও প্রবিধানের রূপরেখা দেয়।

আমরা আশা করি এই ওয়েবসাইটটির সমস্ত শর্তাবলী আপনি স্বীকার করে বা মেনে নিয়ে ব্যবহার করবেন বা ব্যবহার চালিয়ে যাবেন, আমি আরো আশা করছি এ পৃষ্ঠায় উল্লেখিত সমস্ত শর্তাবলী মেনেই এই ওয়েবসাইটটি ভিজিট করবেন বা এর এক্সেস ব্যবহার করবেন।

১। ওয়েবসাইটটির পেইজ এবং পোস্টের মূল ভাষা হচ্ছে বাংলা, একটি কন্টেন্ট এর ৮০ ভাগ বাংলা ভাষা ব্যবহার করতে হবে। তবে ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে কোন আর্টিকেলের কমপক্ষে ৮০ ভাগই ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। এছাড়া অন্য কোন ভাষা ব্যবহার করা যাবে না।

২। কোন আর্টিকেল বা প্রতিবেদনের মধ্যে বাংলা সাথে অহেতুক ইংরেজি শব্দ মিশ্রিত করা যাবে না, কিংবা ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লেখা যাবে না অথবা বাংলা কিংবা ইংরেজি ভাষাকে বিকৃতি করে পোস্ট করা যাবে না। কিন্তু অতিরিক্ত প্রয়োজনে বাংলা ও ইংরেজি মিশ্রিত করে পোস্ট করা যাবে।

৩। নিজের গবেষণালব্ধ তথ্য উপাত্ত থেকে না লিখে অন্য কোন ব্লগ থেকে বা ওয়েবসাইট থেকে আংশিক কিংবা অন্য ব্লগারের লেখা হুবহু অথবা অন্যভাবে লিখে পোস্ট করা যাবে না। মোটকথা প্লেইজারিজম থেকে সর্বদাই বিরত থাকুন।

৪। কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোন পোস্ট লেখা যাবে না। ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে আঘাত করে এমন কোন পোস্ট পাবলিস্ট করা যাবে না। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে কোন ব্যক্তিকে আঘাত করে এমন উস্কানিমূলক, মানহানিকর, অপমানজনক, কুরুচিপূর্ণ এবং অশ্লীল শব্দ এবং বাক্য ব্যবহার করা যাবে না। এছাড়াও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উস্কানিমূলক কোন বক্তব্য পাবলিস্ট করা যাবে না।

৫। মন্তব্যে সরাসরি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, এবং ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কিজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবেনা এবং এগুলো লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না। মন্তব্যে আইনগত কোন জটিলতার জন্য এই ওয়েবসাইট কোন দায়-দায়িত্ব গ্রহণ করবে না।

৬। হাসি অনলাইন আইটি সমস্ত মন্তব্য নিরীক্ষণ করার এবং অনুপযুক্ত, আপত্তিকর বা এই নিয়ম ও শর্তাবলী লঙ্ঘনের কারণ হিসাবে বিবেচিত হতে পারে এমন যেকোন মন্তব্যগুলি সরানোর অধিকার সংরক্ষণ করে।

৭। এই ওয়েবসাইট ছোট ছোট পোস্ট গ্রহণ করে না। এই সাইটে ডাউনলোড লিংক ব্যবহার না করে নিজের সাইট পাবলিসিটি করার কৌশল অবলম্বন করবেন না। পোষ্টের ভিতর ফিচার ইমেজ যুক্ত করতে হবে। ভুয়া বিজ্ঞাপন, একাধিক বিজ্ঞাপন, কপি পেস্ট এই ধরনের কাজ করলে দৃষ্টিগোচরের সাথে সাথে আপনাকে ব্লক থেকে ব্যান/বাতিল করা হবে।

৮।অনলাইন ডিরেক্টরি ডিস্ট্রিবিউটররা আমাদের ওয়েবসাইটের সাথে একইভাবে লিঙ্ক করতে পারে যেভাবে তারা অন্যান্য তালিকাভুক্ত ব্যবসার ওয়েবসাইটের সাথে হাইপারলিঙ্ক করে; এবং অলাভজনক সংস্থা, দাতব্য শপিং মল এবং দাতব্য তহবিল সংগ্রহকারী গোষ্ঠীগুলিকে অনুরোধ করা ছাড়া সিস্টেম ওয়াইড স্বীকৃত ব্যবসাগুলি যা আমাদের ওয়েব সাইটে হাইপারলিঙ্ক নাও করতে পারে৷

৯। একটি ট্রেডমার্ক লাইসেন্স চুক্তি ছাড়া লিঙ্ক করার জন্য "হাসি অনলাইন আইটি" এর লোগো বা অন্যান্য আর্টওয়ার্ক ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।

১০। পূর্বানুমতি এবং লিখিত অনুমতি ব্যতীত, আপনি আমাদের ওয়েবপৃষ্ঠাগুলির চারপাশে এমন ফ্রেম তৈরি করতে পারবেন না যা আমাদের ওয়েবসাইটের ভিজ্যুয়াল উপস্থাপনা বা চেহারা পরিবর্তন করে।

১১। আমরা অনুরোধ করার অধিকার সংরক্ষণ করি যে, আপনি আমাদের ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক বা কোনো নির্দিষ্ট লিঙ্ক মুছে ফেলুন। অনুরোধের ভিত্তিতে আমাদের ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক অবিলম্বে অপসারণ করতে অনুমোদন করবেন।

১২। আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোনো লিঙ্ক খুঁজে পান যা কোনো কারণে আপত্তিকর, আপনি যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে এবং জানাতে পারবেন। আমরা লিঙ্কগুলি সরানোর অনুরোধগুলি বিবেচনা করব, তবে আমরা আপনাকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে বাধ্য নই।

১৩। আমরা নিশ্চিত করি না যে, এই ওয়েবসাইটের তথ্য ১০০% সঠিক, আমরা এর সম্পূর্ণতা বা নির্ভুলতার নিশ্চয়তা দিই না; অথবা আমরা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিই না যে ওয়েবসাইটটি উপলব্ধ থাকে বা ওয়েবসাইটের উপাদানগুলি আপ টু ডেট রাখা হয়।

১৪। এই ওয়েবসাইটটির এডমিন এই নীতিমালার যে কোন অংশ, আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, পরিমার্জন এবং সংযোজন ও বাতিল করার ক্ষমতা রাখে।

এই নীতিমেলা বিষয়ে যদি কোন ফিডব্যাক থাকে তবে ওয়েবসাইটের এডমিন কে জানাবেন। প্রয়োজনে যোগাযোগ করুন-
Whatsapp নাম্বার- ০১৭১৮ ৬১ ৬৬৭৫
ইমেইল- (1) aminul_6675@yahoo.com 
         (2) aminulv51978@gmail.com
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url