Privacy Policy
গোপনীয়তা নীতি
১। "হাসি অনলাইন আইটি" ওয়েব সাইটে আপনার প্রদান কৃত বিভিন্ন ধরনের তথ্য যেমন- আপনার মন্তব্য, ইমেইল, ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার, whatsapp নাম্বার, ফেসবুক আইডি ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট লিংক, ফেসবুক লিংক, ব্যক্তিগত তথ্য সহ ওয়েবসাইটে প্রবেশ করানো যেকোনো তথ্য যথাযথভাবে সুরক্ষিত রাখা হয়, কিন্তু "হাসি অনলাইন আইটি" এর এডমিন আপনার প্রবেশ করানো যে কোন তথ্য ১০০% সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে না।
২। "হাসি অনলাইন আইটি" ওয়েবসাইট টিতে ট্রাফিক বিশ্লেষণ করতে এবং বিজ্ঞাপন সরবরাহ করতে কুকি ব্যবহার করা হয়। আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার পছন্দের গুরুত্ব অনুযায়ী আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানি (গুগল এডসেন্স, গুগল অ্যানালিটিক্স) সাথে আপনার ওয়েবসাইটে বিভিন্ন তথ্য প্রবেশ করানো বা পাবলিস্টকৃত ইনফরমেশন শেয়ার করে থাকি।
৩। "হাসি অনলাইন আইটি" ওয়েবসাইটে পাবলিস্টকৃত সকল কন্টেন্ট বা আর্টিকেল সবার জন্য উন্মুক্ত নয়। কোন কোন ক্ষেত্রে বা বিশেষ কোন ক্ষেত্রে কনটেন্ট বা আর্টিকেল দেখার জন্য উপযুক্ত ও নির্ভরযোগ্য অথেন্টিক একাউন্ট/কোড ব্যবহার করার প্রয়োজন হতে পারে।
কমেন্ট পলিসি
১। "হাসি অনলাইন আইটি" ওয়েব সাইটটিতে পাবলিস্টকৃত যেকোনো ভিডিও এবং পেইজ ও পোস্টের মন্তব্য করার ক্ষেত্রে যে সকল ভিডিও, পেইজ ও পোস্টে মন্তব্য করবেন শুধুমাত্র সেই সকল বা সংশ্লিষ্ট ভিডিও, পেইজ এবং পোস্টের বিষয়ে কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করবেন।
২। এই ওয়েবসাইটে পাবলিসকৃত যে সকল ভিডিও, পোস্ট এবং পেইজে মন্তব্য করবেন শুধুমাত্র সেই সকল ভিডিও, পেইজ এবং পোস্টের সংশ্লিষ্ট বিষয়ে নিজের অনুভূতি বা ভালোলাগা/মন্দলাগা এবং গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।
৩। উল্লেখিত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য বা সমালোচনা করতে পারবেন না।
৪। "হাসি অনলাইন আইটি" ওয়েবসাইটটিতে যে কোন ভিডিও,পেইজ এবং পোস্টে কমেন্ট করার সময় শালীনতা বজায় রেখে মন্তব্য করবেন। সকল ধরনের অশালীন, বিজ্ঞাপনমূলক, অস্রাব্য এবং আক্রমণাত্মক শব্দ/বাক্য ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৫। এই ওয়েবসাইট সংক্রান্ত আপনার অথবা অন্য কারো যে কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন থাকলে "হাসি অনলাইন আইটি"র যোগাযোগ পেইজ ব্যবহার করবেন।
Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url