ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের/২৩ সাজেশান এবং উত্তর

ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া হল, এই সমস্ত প্রশ্নগুলো অনুসরণ করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব বলে মনে হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগ

ক বিভাগ

১। যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও                                                                   ১ X ১০=১০

(ক) হুইটলুসি কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
উত্তরঃ হুইটলুসি "মার্কিন যুক্তরাষ্ট্রের" নাগরিক ছিলেন।

(খ) স্বয়ংভোগী কৃষি কি?
উত্তরঃ যে কৃষি ব্যবস্থা দ্বারা কোন অঞ্চলের অধিবাসীগণ শুধু তাদের নিজেদের দৈনন্দিন জীবনের চাহিদা উপযোগী ফসলাদি উৎপাদনের সচেষ্ট হয়, তাকে স্বয়ংভোগী কৃষি বলে।

(গ) কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?
উত্তরঃ "যুক্তরাষ্ট্রের প্রেইরি" অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

(ঘ) শস্য নিবিড়তা কি?
উত্তরঃ কোন অঞ্চল রাষ্ট্র বা দেশের চাষাবাদকৃত মোট ফসলি ভূমি ও নিট ফসলী ভূমির অনুপাতকে ফসল নিবিড়তা বা শস্য নিবিড়তা বলে।

(ঙ) শস্যাবর্তন কি?
উত্তরঃ কোন কৃষি ভূমিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ধারাবাহিক উপায়ে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদকে শস্যাবর্তন বলে।

(চ) বাংলাদেশের দুইটি সেচ প্রকল্পের নাম লিখ।
উত্তরঃ বাংলাদেশের দুইটি সেচ প্রকল্পের নাম হচ্ছে-১। কর্ণফুলী সেচ প্রকল্প এবং ২। তিস্তা সেচ প্রকল্প।

(ছ) NFP এর পূর্ণরূপ কি?
উত্তর: NFP এর পূর্ণরূপ হচ্ছে- "National Food Policy."

(জ) BRRI এর পূর্ণরূপ কি?
উত্তর BRRI এর পূর্ণরূপ হচ্ছে- "Bangladesh Rice Research Institute."

(ঝ) উচ্চ ফলনশীল ধান কি?
উত্তরঃ উচ্চ ফলনশীল ধান হলো হাইব্রিড ধান অথবা যে ধানের উৎপাদন অন্যান্য ধারের তুলনায় অনেক বেশি, তাকে উচ্চ ফলনশীল ধান বলে।

(ঞ) শস্য গার্হস্থকরণ কি?
উত্তরঃ শস্যের গার্হস্থ্যকরণ বলতে সাধারণত পারিবারিকভাবে শস্য উৎপাদন ও প্রতিপালন কে বোঝায়।

(ট) ভূমি সংস্কার কি?
উত্তরঃ ভূমির সংস্কার বলতে প্রচলিত ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলো পরিহার করে কৃষি ও কৃষকের স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে ভূমিস্বত্ব ব্যবস্থার সংস্কার সাধন কে বোঝানো হয়।
অন্যভাবে বলা যায়, কৃষি শ্রমিক বা কৃষকদের কল্যাণার্থে বিদ্যমান ভূমি মালিকানার পুনবন্টন। যার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন আনা যায়, সেটাই ভূমিসংস্কার।

(ঠ) মিশ্র কৃষি কি?
একই সাথে জমিতে মাছ ও ফসল ফলানোর মিশ্র প্রক্রিয়াকে মিশ্র কৃষি বলে।

খ বিভাগ
যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও                                                     ৪ X ৫=২০

২। কৃষি ভূগোল অনুশীলনের পদ্ধতি আলোচনা কর।
৩। শস্য গার্হস্থ্যকরণ ব্যাখ্যা কর।
৪। ব্যাপক ও প্রগাঢ় কৃষির পার্থক্যগুলো লিখ।
৫। শস্য পরিমেল আলোচনা কর।
৬। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বর্ণনা কর।
৭। বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটি সমূহ আলোচনা কর।
৮। বাংলাদেশের শস্য বহুমুখীকরণ কর্মসূচি ব্যাখ্যা কর।
৯। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ গুলো লিখ।

গ বিভাগ
যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও                                                     ৫X ১০=৫০

১০। কৃষি ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
১১। কৃষির উৎপত্তি সম্পর্কে কার্ল ও শাওয়ার এর তত্ত্বটি আলোচনা কর।
১২। হুইটলুসির কৃষির শ্রেণীবিভাগের বিবরণ দাও।
১৩। স্বয়ংভোগী কৃষির সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৪। শস্য পরিমেল কি? ওয়েবারের শস্য পরিমেল মডেল আলোচনা কর।
১৫। বাংলাদেশের কৃষির উন্নয়নে পানি সেচের গুরুত্ব ব্যাখ্যা কর।
১৬। কৃষি ভূমি ব্যবহার সম্পর্কিত ভন-থুনেনের মডেল ব্যাখ্যা কর।
১৭। বাংলাদেশের প্রেক্ষাপটে কুমিল্লা মডেল ব্যাখ্যা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url