বায়ুরচাপ কাকে বলে পৃথিবীর পৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের কারণ

প্রিয় পাঠক, আপনি কি বায়ুরচাপ কাকে বলে পৃথিবীর পৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের কারণ সম্পর্কিত নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য জানতে চান, এ বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট এবং লেখকের বই ঘাটাঘাঁটি করছেন? তাহলে এবার সঠিক জায়গায় এসেছেন। আপনার জন্য এই আর্টিকেলটি অত্যন্ত প্রয়োজন।

বায়ুরচাপ কাকে বলে পৃথিবীর পৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের কারণ

আজকের এই প্রতিবেদনে বায়ুর চাপ কাকে বলে বায়ুপ্রবাহ বলতে কি বুঝ বায়ুর তাপ ও চাপ কি বায়ু চাপের তারতম্যের কারণ সহ আরো অনেক বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। মনোযোগ সহকারে পড়তে থাকুন।

বায়ুর চাপ কাকে বলে

বায়ু পৃথিবীকে বেষ্টন করে অবস্থান করছে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলেই এর ওজন আছে। এইজন্য আবরণকারী কয়েক শত কিলোমিটার গভীর বায়ুমণ্ডল পৃথিবীপৃষ্ঠের সব পদার্থের চারপাশে প্রতিনিয়ত ভীষণ চাপ দিচ্ছে। বায়ু ওপরে এবং নিচে আবার চারপাশের চাপ দেয়। এই চাপকে বায়ুর চাপ বলা হয়। যে অঞ্চলে বায়ুর চাপ বেশি সে অঞ্চলকে উচ্চচাপ বলয় আবার যে অঞ্চলে বায়ুর চাপ কম থাকে সে অঞ্চলকে নিম্নচাপ বলায় বলা হয়।

বায়ু প্রবাহ বলতে কি বুঝ

ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচলকে বায়ু প্রবাহ বলে। তরল পদার্থ যেমন উচ্চতল থেকে নিম্নতলের দিকে প্রবাহিত হয়, সেই রূপ উচ্চচাপের বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। বিভিন্ন স্থানের বায়ুর চাপের তারতম্যই বায়ুপ্রবাহের কারণ। বায়ু উর্ধ্বে উঠিতে থাকে বলে চারিদিক হতে শুষ্ক, শীতল ও উচ্চচাপের বায়ু ওই দিকে প্রবাহিত হয়। 


উনানের ওপরের বায়ু ও হালকা হয়ে কয়লার ক্ষুদ্র ক্ষুদ্র কোনা নিয়ে ওপরে উঠে কালো ধোয়ার সৃষ্টি করে। কোন স্থানে আগুন লাগলে উত্তপ্ত বায়ু ওপরের দিকে উঠতে থাকে এবং চতুর্দিক হতে শীতল বায়ু প্রবল বেগে আগুনের দিকে প্রবাহিত হয়।

বায়ুর তাপ ও চাপ

তাপের সঙ্গে বায়ুর চাপ ওতপ্রোতভাবে জড়িত। কোন স্থানের বায়ু উষ্ণ হলে উহা হালকা ও ঊর্ধ্বগামী হয় এবং বেশি স্থানে ছড়িয়ে পড়ে। ফলে ওই স্থানের বায়ুর চাপ কমে যায়। আবার সেই স্থানের বায়ুর উষ্ণতা কমে গেলে বায়ু ভারী ও নিম্নগামী হয়, তখন বায়ুর চাপ বৃদ্ধি পায়। সুতরাং দেখা যাচ্ছে যে, উত্তাপ বৃদ্ধিতে বায়ুর চাপ হ্রাস এবং উত্তাপ হ্রাসে বায়ুর চাপ বৃদ্ধি পায়।

বায়ুর চাপের তারতম্যের কারণ

সাধারণত পাঁচটি কারণে বায়ুর চাপের তারতম্য হয়ে থাকে। এগুলো নিম্নে আলোচনা করা হলো-

বায়ুর চাপের তারতম্যের কারণ

১। ভূপৃষ্ঠের উচ্চতা (Altitude)

বায়ুর নিম্নস্তরে বায়ুর চাপ বেশি হয়। কারণ নিম্নস্তরের অপরিস্থিতি সকল বায়ুস্তরের ওজন উহার ওপর পড়ে। এই কারণে সমুদ্রপৃষ্ঠ হতে যত উপরে ওঠা যায় ততই বায়ু স্তরের গভীরতা ও ওজন কমতে থাকে। ফলে উপরের দিকে ক্রমশ বায়ুর চাপ কম থাকে। সাধারণভাবে দেখা যায় যে, প্রায় ৩০০ মিটার উচ্চতায় ৩০ মিলিবার চাপ হ্রাস পায়।

২। উচ্চতার তারতম্য (Differnce of Temperature)

তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়। বায়ুর চাপ ও কম হয়। আবার তাপ হ্রাস হলে বায়ুর ওজন ও ঘনত্ব বৃদ্ধি পায়। তাই কোন স্থানে বায়ুস্তরের উষ্ণতা বেশি থাকলে সেই স্থানের বায়ুর চাপ হ্রাস হবে। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, ফলে জলীয়বাষ্প পূর্ণ বায়ুর চাপ কম হয়। শীতল বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম বলে উহার চাপ বৃদ্ধি পায়।

বায়ুর চাপের তারতম্যের কারণ

৩। জলীয়বাষ্পের তারতম্য (Differnce of Watervapour)

জলীয় বাষ্পপূর্ণ আদ্র বায়ু, উষ্ণ বায়ু অপেক্ষা হালকা। আদ্রবায়ুতে অপেক্ষাকৃত কম পরিমাণে নাইট্রোজেন ও অক্সিজেন থাকে, কিন্তু শুষ্ক বায়ুতে অধিকতর পরিমাণে নাইট্রোজেন ও অক্সিজেন থাকে। এই কারণে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, এবং চাপও কম হয়। শুষ্ক বায়ু ভারী বলে চাপ বেশি দেয়। এই কারণে শীতকালে বায়ুর চাপ বেশি হয় এবং বর্ষাকালে বায়ুর চাপ কম হয়।

৪। বায়ুর গভীরতা (Depth of Air)

ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুমন্ডলের গভীরতা সমান নয়। যেখানে বায়ুর গভীরতা বেশি সেখানে বায়ুর অনুর পরিমাণ বেশি থাকায় বায়ুর চাপও বেশি হয়, অপরদিকে বায়ুর গভীরতা কম হলে সেখানে বায়ুর অনুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপ কম অনুভূত হয়।

৫। পৃথিবীর আবর্তন (Rotation of the Earth)

কোন একটি নির্দিষ্ট কারণে বায়ুমণ্ডলের চাপ পরবর্তীত হয় না। পৃথিবীর আবর্তন ও পরিভ্রমণ সহ সকল প্রকার কারণের সম্বলিত কার্যকারণে পৃথিবীর বায়ুমন্ডলের চাপের তারতম্য হয়।

উপসংহার

ওপরে উল্লেখিত কারণের ফলে বায়ুর চাপের তারতম্য হয়ে থাকে। বায়ুর চাপের এই পরিবর্তনের সাথে আবহাওয়ার পরিবর্তন অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বায়ুর চাপ বেশি থাকলে আবহাওয়া সাধারণত নির্মল ও স্বাভাবিক থাকে। কিন্তু চাপ কমে গেলে ঝড়-বৃষ্টি হবার সম্ভাবনা থাকে। বায়ুর চাপ কাকে বলে এবং পৃথিবীর পৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন লেখকের রিপোর্ট অনুসন্ধান ও বিভিন্ন ব্যক্তির সহযোগিতা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এই ওয়েবসাইটের এডমিন এডমিন প্রতিটা কমেন্টসের যথাযথ মূল্যায়ন করে। আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url