ফার্মাসিস্ট কোড অফ ইথিকস এবং মডেল মেডিসিন শপে ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্য

প্রিয় পাঠক, আপনি কি ফার্মাসিস্ট কোড অফ ইথিকস এবং মডেল মেডিসিন শপে ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সঠিক তথ্য জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি মনোযোগের সহিত এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ফার্মাসিস্ট কোড অফ ইথিকস এবং মডেল মেডিসিন শপে ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্য

আজকের এই প্রতিবেদনে ফার্মাসিস্ট এর কোড অফ ইথিকস এবং একটি মডেল ফার্মাসিতে 'সি' গ্রেড ফার্মাসিস্টদের ( ফার্মাসি টেকনিশিয়ান ) দায়িত্ব ও কর্তব্য সমূহ সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। চলুন এগুলো দেখে নিই-

ভূমিকা

একটি মডেল মেডিসিন শপ তৈরি করতে হলে কিছু নিয়ম নীতি অবশ্যই মেনে চলতে হবে। এই নিয়ম নীতি মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো- ফার্মাসিস্টের কোড অফ ইথিকস এবং মডেল মেডিসিন শপে ফার্মাসিস্ট টেকনিশিয়ানদের দায়িত্ব ও কর্তব্য সমূহ। এই প্রতিবেদনে সম্পর্ক বিষয় নিয়ে আলোচনা করব।

ফার্মাসিস্ট এর জন্য কোড অফ ইথিকস

আমেরিকান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (আমেরিকান ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশন) সদস্য পদের মাধ্যমে অক্টোবর ২৭, ১৯৯৪ তারিখে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিকস গ্রহণ করা হয়। ফার্মাসিস্ট গন হচ্ছেন স্বাস্থ্য পেশাজীবী যারা ব্যক্তি/রোগীকে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন।


এই কোড ফার্মাসিস্টদের দ্বারাতৈরি হয়েছে ও তাদের সমর্থনপুষ্ট। এই মূলনীতি সমূহ গঠিত হয়েছে নৈতিক বাধ্যবাধকতা ও গুণের উপর ভিত্তি করে, যা ফার্মাসীদের রোগী স্বাস্থ্য, পেশাজীবী ও সমাজের সাথে সম্পর্কের ক্ষেত্রে পথ দেখাবে। ফার্মাসিস্ট কোড অফ ইথিকস গুলো নিম্নে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো-

একজন ফার্মাসিস্ট তার ও রোগীর মধ্যকার অর্জিত সম্পর্ককে সম্মান করবেনঃ

ফার্মাসিস্ট এবং রোগীর সম্পর্ক বিবেচনায় রেখে বলতে হয় যে একজন ফার্মাসিস্টের সমাজের কাছ থেকে পাওয়া উপহারস্বরূপ 'বিশ্বাস' রক্ষায় কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। এই উপহারের পরিবর্তে তিনি প্রত্যেককে আলাদাভাবে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যাতে ওষুধ প্রয়োগের ফলে ব্যক্তি/রোগী সর্বোচ্চ উপকার পায়। তারা রোগীদের কল্যাণ এবং বিশ্বাস ধরে রাখতেও প্রতিজ্ঞাবদ্ধ হবেন।

একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর প্রতি যত্নবান দয়াশীল বিশ্বস্ত থেকে দায়িত্ব পালন করবেনঃ

কেন্দ্রীয় পেশাজীবী হিসেবে তিনি রোগীর সুস্থতার ব্যাপারে উদ্বিগ্ন হবেন। এটা করতে গিয়ে তিনি রোগীর উল্লেখিত প্রয়োজন ও স্বাস্থ্যবিজ্ঞানে উল্লেখিত বিষয়কে বিবেচনা করবেন। তিনি রোগীর মর্যাদা রক্ষা করার জন্য নিজের মেধাকে উৎসর্গ করবেন। যত্নশীল মনোভাব ও সমব্যথির উদ্দীপনা নিয়ে এবং গোপনীয়তা ও বিশ্বস্ততা বজায় রেখে তিনি রোগীকে সেবা দেওয়ার লক্ষ্য স্থির করবেন।

একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর স্বাধীনতা ও মর্যাদা কে সম্মান করবেনঃ

নিজের স্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোগীকে উৎসাহিত করার মাধ্যমে তিনি ব্যক্তির আত্ম সংকল্পের অধিকার কে তুলে ধরবেন ও আত্মসম্মান বজায় রাখার ব্যাপারে যত্নশীল হবেন। তিনি রোগীর সাথে সহজ ভাবে কথা বলবেন। তিনি সব ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত ও সামাজিক অবস্থানকে সম্মান করবেন।

পেশাজীবী হিসাবে একজন ফার্মাসিস্ট সততা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করবেনঃ

দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ফার্মাসিস্ট সর্বদা সত্য কথা বলবেন ও বিবেকের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করবেন। ফার্মাসিস্টের বৈষম্যমূলক আচরণ ও কর্মকান্ড পরিহার করা উচিত যা পেশাজীবীকে নষ্ট করে এবং কর্ম সম্পাদনের ক্ষেত্রে রোগীর স্বার্থের প্রতি অঙ্গীকারে আপোষ করে।

একজন ফার্মাসিস্ট তার জ্ঞান ও পেশাজীবী দক্ষতা বজায় রাখবেনঃ

যেহেতু প্রতিনিয়ত নতুন ঔষধ, যন্ত্রপাতি ও প্রযুক্তি চলে আসছে এবং স্বাস্থ্য বিষয়ক তথ্যের অগ্রগতি ঘটছে তাই একজন ফার্মাসিস্টের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যথাযথ জ্ঞান ধারণ করা এবং সেটাকে প্রতিনিয়ত শাণিত করা।

একজন ফার্মাসিস্ট তার সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মূল্যবোধ সক্ষমতাকে শ্রদ্ধা করবেনঃ

যখন প্রয়োজন তখন তিনি সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীর কন্সালটেশন চাইবেন অথবা রোগীকে রেফার করবেন। তিনি স্বীকার করেন যে রোগী দেখার ক্ষেত্রে সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের বিশ্বাস ও মূল্যবোধ ভিন্ন হতে পারে।

একজন ফার্মাসিস্ট ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক প্রয়োজনে সেবা প্রদান করবেনঃ

ফার্মাসিস্টের প্রথম বাধ্যবাধকতা ব্যক্তি রোগীর প্রতি। কখনো কখনো ফার্মাসিস্টদের বাধ্যবাধকতা ব্যক্তির রোগী থেকে কমিউনিটি ও সামাজিক দিকে সম্প্রসারিত হতে পারে। এরকম অবস্থায়, ফার্মাসিস্ট পালনীয় কর্তব্যসমূহ সনাক্ত করবেন ও সে অনুযায়ী কাজ করবেন।

একজন ফার্মাসিস্ট স্বাস্থ্য সেবার সাথে সম্পর্কিত পণ্য/ উপকরণ/ সম্পদ বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার করবেনঃ

যখন চিকিৎসা/স্বাস্থ্য বিষয়ক উপাদান সরবরাহ/বন্টন করা হয় তখন একজন ফার্মাসিস্ট নিরপেক্ষ ও ন্যায় সঙ্গত ভাবে রোগী ও সমাজের প্রয়োজনীয়তার ভারসাম্য রক্ষা করে রাখবেন।

মডেল মেডিসিনশপে ফার্মাসিস্টদের ( ফার্মেসি টেকনিশিয়ান ) দায়িত্ব ও কর্তব্যঃ

মডেল মেডিসিনশপে 'সি' গ্রেড ফার্মাসিস্টদের (ফার্মাসি টেকনিশিয়ান) বিভিন্ন ধরনের দায়িত্ব ও কর্তব্য রয়েছে, এগুলো যথাযথভাবে পালন করতে হবে। যে সমস্ত উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো হলো-
  • সরকার অনুমোদিত স্টান্ডার্ড অনুযায়ী মডেল মেডিসিন শপ পরিচালনা করা
  • Good dispensing practice অনুসরণ করে মডেল মেডিসিন শপে ঔষধ বিক্রয় করা
  • মডেল মেডিসিন শপে ঔষধ ডিসপেন্সিং এর সময় রোগীকে কাউন্সিলিং করা
  • মডেল মেডিসিন শপে ওষুধের মজুর ব্যবস্থাপনা করা
  • ক্রেতাকে ঔষধ দেওয়ার সময় নিয়ম মেনে লেভেলিং করা
  • ওষুধ প্রশাসনের ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রমের সক্রিয় অংশগ্রহণ করা
  • ওষুধ প্রশাসনের নোটিশে প্রদত্তনির্দেশনা মেনে চলা এবং তার সংরক্ষণ করা
  • ওষুধ প্রশাসন কোন ওষুধ নিষিদ্ধ করলে তা বিক্রয় না করা
  • ওষুধ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ঔষধের ব্যবস্থাপনা করা
  • অনুমোদিত নকল ভেজাল এবং নিম্নমানের ওষুধ সংরক্ষণ ও বিক্রয় না করা

মন্তব্য

পরিশেষে বলা যায় যে, এতক্ষণ ধরে আমরা ফার্মাসিস্টদের কোড অফ ইথিকস এবং একটি মডেল ফার্মাসিতে ফার্মাসিস্ট এর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি। আশা করছি এই সম্পর্কিত সঠিক তথ্য বুঝতে পেরেছেন। এই প্রতিবেদনে আপনি যদি কিছু সংযোজন কিংবা পরামর্শ দিতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে দিবেন। এতক্ষণ ধরে এ প্রতিবেদনটি মনোযোগের সহিত পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url