হাড়ভাঙ্গা এবং হাড়জোড়া সরে যাওয়ার প্রাথমিক চিকিৎসা

সম্মানিত পাঠক, হঠাৎ করে কারো হাড় ভেঙ্গে গেলে কিংবা জোড়া সরে গেলে তাৎক্ষণিক কি ব্যবস্থা নেবেন সে সম্পর্কে কি আপনার পরিপূর্ণ ধারণা রয়েছে? হাড়ভাঙ্গা এবং হাড়জোড়া সরে যাওয়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনি কি গুগলে সার্চ করেও সঠিক তথ্য পাচ্ছেন না, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি।


আজকের এই প্রতিবেদনে হাড়ভাঙ্গা এবং হাড় জোড়া সরে যাওয়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, চলুন বিস্তারিত দেখে নিই-

হাড়ভাঙ্গা

ফ্র্যাকচার-এর সবচেয়ে সহজ সংজ্ঞা হলো হাড় ভাঙ্গা। শরীরের যে কোন হাড়-ই ভাঙ্গতে পারে কিন্তু হাত বা পায়ের লম্বা হাড় গুলো ভাঙার প্রবণতা তাদের আকৃতির কারণেই বেশি হয়ে থাকে। প্রায় সকল ক্ষেত্রেই হাড় ভাঙ্গার কারণগুলোর মধ্যে বড় কারণ হলো, আঘাত বা দুর্ঘটনা।


সাধারণত দুই ধরনের হাড় ভাঙ্গা পাওয়া যায় যেমন-
১। সাধারণ হাড়ভাঙ্গা (Simple), এবং
২। জটিল হারভাঙ্গা (Compound)।

১। সাধারণ হাড়ভাঙ্গা (Simple) ঃ

সাধারণ হাড় ভাঙ্গার ক্ষেত্রে ভাঙ্গা হাড় ত্বক ভেদ করে বের হয়ে আসে না। ভাঙ্গা হাড় ত্বকের ভেতরেই অবস্থান করে।

২। জটিল হাড়ভাঙ্গা (Compound) ঃ

জটিল হাড়ভাঙ্গা হল যেখানে হাড়ভাঙ্গার স্থানে দুইটি উন্মুক্ত ক্ষত দেখা যাবে। এ সকল ক্ষেত্রে ব্যাকটেরিয়া জড়িত সংক্রমনের ঝুঁকি বেশি থাকে।


হাড় ভাঙ্গার কারণ

মানুষের শরীরে যে সমস্ত হাড় রয়েছে বিভিন্ন কারণে সে হাড় গুলো ভেঙ্গে যেতে পারে। সাধারণত হাড় ভাঙ্গার কারণগুলো দুইটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যেমন-


১। শিশুদের ক্ষেত্রেঃ

সাধারণত যে সকল কারণে শিশুদের শরীরের ভিন্ন অংশের হাড় ভেঙ্গে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ গুলো হল ঃ
  • সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা।
  • ফুটবল খেলা।
  • গাছ থেকে পড়ে যাওয়া।
  • গর্তে পড়ে যাওয়া।
  • মারামারি, ইত্যাদি।

২। বড়দের ক্ষেত্রেঃ 

বয়স্ক ব্যাক্তিদের ক্ষেত্রে যে সমস্ত কারণে হাড় ভেঙ্গে দেওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
  • দুর্ঘটনা(সাইকেল/মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি)।
  • মারামারি।
  • বয়স্ক মহিলাদের হাড়ের ক্ষয়জনিত, ইত্যাদি।

হাড় ভাঙ্গার লক্ষণ এবং চিহ্নসমূহ

কোন কারনে হাড় ভেঙ্গে গেলে যে সমস্ত লক্ষণ গুলো বা চিহ্ন গুলো দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারব হাড় ভেঙে গেছে সেগুলো হল-
  • ভাঙ্গার স্থান ফুলে যাওয়া।
  • ভাঙ্গার স্থানটি বেঁকে যাওয়া বা মচকে ঘুরে যাওয়া।
  • ক্ষতস্থান হতে রক্তক্ষরণ হওয়া।
  • আহত অংশ নড়াচড়া করতে অসুবিধার সৃষ্টি হওয়া।
  • ক্ষতিগ্রস্ত অংশটির আকারে বিকৃতি হওয়া।

হাড় ভাঙ্গার প্রাথমিক চিকিৎসা (যা করতে হবে) 

যেকোনো কারণেই হোক যদি কারো হাড় ভেঙে যায় তাহলে তাকে প্রাথমিক পর্যায়ে উপস্থিত চিকিৎসা দিতে হবে একে প্রাথমিক চিকিৎসা বলে। তাৎক্ষণিক যে কাজগুলো করতে হবে তা হলো-

  • হাত বা পায়ের ভাঙ্গা অংশের সাথে একটি প্রায় সমান দৈর্ঘ্যের কাঠের টুকরো বেধে দিন।
  • ভাঙ্গা অংশ যেন সহজে নড়াচড়া করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • আহত অংশটির সাপোর্ট হিসেবে কাঠের টুকরো টি কাজ করবে। হাত ভেঙ্গে গেলে সেই সঙ্গে স্প্রিং দিয়ে গলায় ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।
  • পা এর ক্ষেত্রে ভাঙ্গা পা সুস্থ পায়ের সাথে বেঁধে হাসপাতালে প্রেরণ করুন।
  • হাসপাতালে স্থানান্তরের জন্য একটি আরামদায়ক বাহনের ব্যবস্থা করতে হবে।

হাড় জোড়া সরে যাওয়ার প্রাথমিক চিকিৎসা

হাড় তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গেলে তাকে ডিসলোকেশন বলে। সাধারণত কাঁধ, গোড়ালি বা কোমরের জোড়াতে ডিসলোকেশন হয়।


হাড় জোড়া সরে যাওয়ার লক্ষণ ও চিহ্নসমূহঃ

  • তীব্র ব্যথা।
  • আঘাতপ্রাপ্ত জয়েন্টে নড়াচড়াতে সমস্যার সৃষ্টি হওয়া।
  • অস্থিরতা।
  • আঘাতপ্রাপ্ত জয়েন্টের চারপাশ ফুলে যাওয়া বা ত্বক ছিঁড়ে যাওয়া।
  • আঘাতপ্রাপ্ত জয়েন্টের ভাগ হয়ে যাওয়া বা মচকে যাওয়া।

হাড়জোড়া সরে যাওয়ার প্রাথমিক চিকিৎসা বা করণীয়ঃ

  • আহত ব্যক্তিকে নড়াচড়া না করতে বা শান্ত থাকতে অনুরোধ করুন। তারপর তাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে প্রাথমিক চিকিৎসা দিন।
  • আঘাতপ্রাপ্ত অংশের জন্য সাপোর্ট এর ব্যবস্থা করুন।
  • আঘাতপ্রাপ্ত অংশের নড়াচড়া বন্ধ রাখুন। প্রয়োজনে ব্যান্ডেজ বেধে দিন।
  • আঘাতপ্রাপ্ত অংশে বরফ দিন। আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করুন।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে ওয়েবসাইট ভিজিট করুনঃ  হাসি অনলাইন আইটি

মন্তব্য

হাড়ভাঙ্গা এবং জোড়া সরে যাওয়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে, প্রাথমিক চিকিৎসা প্রদানে ভাঙ্গা হাত বা পা সোজা করার চেষ্টা করা যাবে না, সাধারণ হাড় ভাঙ্গার ক্ষেত্রে ব্রান্ডেজ জোরে চেপ বাঁধবেন না, রোগীকে চিকিৎসক না দেখা পর্যন্ত কোন কিছু খেতে বা পান করতে না দেওয়াই ভালো, চিকিৎসকের অনুমতিক্রমে খেতে বা পান করতে দেওয়া উচিত। যত দ্রুত সম্ভব হাড় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url